চিনিতেই সুখ সংসারে!
স্বাস্থ্য সচেতন নারী-পুরুষ চিনি খান মেপে মেপে৷ কিন্তু সাম্প্রতিক এক গবেষণা বলছে, রক্তে চিনির অভাব সুখের সংসারেও জ্বেলে দিতে পারে অশান্তির আগুন৷ ১০৭ জোড়া বিবাহিত দম্পতির ওপর গবেষণা চালিয়ে ওহাইও স্টেট ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী দেখতে পেয়েছেন, রক্তে শর্করার পরিমাণ যখন কমে যায়, সঙ্গী বা সঙ্গীনীর প্রতি রাগ, ক্ষোভ ও আক্রমণাত্মক মনোভাব ততো বেশি মাথা চাড়া দিয়ে ওঠে৷ এ গবেষণায় অংশগ্রহণকারীদের টানা ২১ দিন প্রাতরাশ ও রাতে ঘুমাতে যাওয়ার আগে রক্তে শর্করার পরিমাণ মেপে দেখতে বলা হয়৷ আর প্রত্যেককে...
Posted Under : Health News
Viewed#: 50
আরও দেখুন.

